তিন সপ্তাহ আগে করোনা পজিটিভ ছিলেন জকোভিচ
গত ১৬ ডিসেম্বর করা পিসিআর পরীক্ষায় করোনা পজিটিভ এসেছিল টেনিসের বিশ্ব চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের। আদালতে জমা দেওয়া নথিতে জকোভিচের আইনজীবী এ তথ্য জানিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নথিতে উল্লেখ আছে, ২০২১ সালের ১৬ ডিসেম্বর প্রথম পিসিআর পরীক্ষায় করোনা পজিটিভ ছিলেন জকোভিচ।
দশম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে অস্ট্রেলিয়ায় নেমে ভিসা বাতিলের মুখে পড়েছেন সার্বিয়ান এই টেনিস তারকা। কোভিড টিকার নীতিমালা না মানায় তাঁর ভিসা বাতিল করা হয়েছে বলে জানায় অস্ট্রেলিয়া।
বর্তমানে তিনি দেশটির অভিবাসন বিভাগের নির্দিষ্ট স্থানে রয়েছেন।
অস্ট্রেলিয়ায় পৌঁছে নোভাক জকোভিচ জানিয়েছিলেন, তিনি টেনিসের অস্ট্রেলীয় দশম আসরে অংশ নিতে বিশেষ মেডিকেল ছাড়পত্র পেয়েছিলেন।
উল্লেখ্য, কোভিডে আক্রান্ত হয়ে সুস্থতার নির্দিষ্ট সময় পর টিকা নেওয়ার নিয়ম রয়েছে।
বিশ্ব চ্যাম্পিয়ন টেনিস তারকার আইনজীবী জানিয়েছেন, করোনা পজিটিভ রিপোর্টের কারণেই মেডিকেল ছাড়পত্র পেয়েছিলেন জকোভিচ।