আপনার জিজ্ঞাসা
কোন আমল করলে জান্নাতের পথে বাধা থাকে না?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কোন আমল করলে জান্নাতে যাওয়ার পথে বাধা থাকবে না? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : কোন আমল করলে জান্নাতে যাওয়ার পথে বাধা থাকবে না?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই আমলটি খুবই সহজ। সেটা হলো ফরজ সালাতের পরে যখন বান্দা আয়াতুল কুরসি পড়েন অথবা সন্ধ্যার পর নিয়মিত পড়েন তখন তার জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। তবে, এখানে বুঝতে হবে। এর মানে হলো, ওই অবস্থায় যদি মৃত্যু হয় এবং ঈমানের সঙ্গে তাহলে তিনি হবেন জান্নাতি। এটা উপলব্ধি করতে হবে।