সিঙ্গাপুরে আরিফিন শুভর ফের বাজিমাত, রেকর্ড গড়েছে ‘মুজিব’
দ্বীপরাষ্ট্র সিঙ্গাপু্রের সিনেমা হলে যে বাংলা সিনেমাটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক সমাগম ঘটতে সক্ষম হয়েছে সেটি আরিফিন শুভ অভিনীত ‘ঢাকা অ্যাটাক’। একই নায়কের ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটিও হাঁটছে সেই পথে।
আজ শুক্রবার (৩ নভেম্বর) পর্যন্ত ‘মুজিব’ সিনেমার ১৫তম শো চলেছে, অগ্রিম টিকিট কাটা যাচ্ছে ২৪তম শো এর। সিঙ্গাপু্রের এবারই প্রথম কোন বাংলা সিনেমার ২৪তম শো প্রদর্শিত হবে, যেটিকে রেকর্ড বলছে সিঙ্গাপুরে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান রাদুগা প্রডাকশন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও অমিতাভ নাগ এনটিভি অনলাইনকে জানিয়েছেন, সিঙ্গাপুরের গোল্ডেন মাইল কমপ্লেক্সের কার্নিভাল সিনেমা হল ও সিটি স্কয়ার মলের গোল্ডেন ভিলেজ সিনেমা হলে চলছে ‘মুজিব’। ‘ঢাকা অ্যাটাকে’র পর সিঙ্গাপুরে ভালো যাচ্ছে ‘মুজিব’ সিনেমাটি। ২৪তম চলবে এখানে, যা এর আগে কোন বাংলা সিনেমার চলেনি।
‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির দিন থেকেই সিনেমা হলে সাড়া ফেলছে সিনেমাটি। আরিফিন শুভ অভিনীত সিনেমাটি দেশবাসীকে সিনেমা দেখার আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ৫০৩ সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে গেল ২৭ অক্টোবর।
ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।