চিত্রনাট্য লিখছেন ‘মিস আয়ারল্যান্ড’ প্রিয়তি

বাংলাদেশি বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী মাকসুদা আকতার প্রিয়তির আত্মজীবনী প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের এইচএমএল ম্যাগাজিন গত মে মাসে। আত্মজীবনী প্রকাশের পর প্রত্যাশার চেয়েও অনেক ভালো সাড়া পেয়েছিলেন প্রিয়তি। এবার তাঁর আত্মজীবনী দিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করবেন কিরন ডেভিস। চলচ্চিত্রে অভিনয় করবেন প্রিয়তি নিজেই। এ ছাড়া চলচ্চিত্রটির চিত্রনাট্যও প্রিয়তি লিখছেন। চলচ্চিত্রটির নাম এখনো ঠিক হয়নি।
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে প্রিয়তি বলেন, ‘পরিচালক আমাকেই পারফেক্ট মনে করেছেন। কারণ তাঁর ধারণা আমি ছাড়া আর কেউ যথাযথ ভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন না। আগামী ডিসেম্বরে ছবির শুটিং শুরু হবে। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
চলচ্চিত্রটিতে অনেক আইরিশ অভিনেতা-অভিনেত্রীরাও অভিনয় করবেন। চলচ্চিত্রটি ইংরেজি ভাষায় নির্মিত হবে। আর এটি আন্তর্জাতিক ভাবে মুক্তি দেওয়া হবে বলে জানান প্রিয়তি।
মাকসুদা আকতার প্রিয়তি ২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর মডেলিং করার পাশাপাশি, আইরিশ চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন মডেলিং প্রতিযোগিতার বিচারকও হয়েছেন তিনি। এ ছাড়া আয়ারল্যান্ডে বৈমানিক হিসেবেও কর্মরত আছেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী।