Beta

শুটিং

দিনাজপুরে ঊর্মিলা শ্রাবন্তী কর

২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৬

ফিচার ডেস্ক
জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা ছবি : সংগৃহীত

ঊর্মিলা  শ্রাবন্তী কর এখন দিনাজপুরে আছেন।  ঘুরতে নয়, এনটিভির নতুন ধারাবাহিক নাটক ‘সানফ্লাওয়ার’-এর শুটিং করছেন  তিনি।  নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন জিয়াউল ফারুক  অপূর্ব। মেজবাহ উদ্দীন সুমনের রচনায়  নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু।  আগামী ৯ সেপ্টেম্বর থেকে  নাটকটির  প্রচার শুরু হবে।

নাটকটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে ঊর্মিলা বলেন, “এনটিভির ধারাবাহিক নাটকে  অভিনয় করতে আমার সবসময় ভালো  লাগে।  ‘সানফ্লাওয়ার’ নাটকটির গল্পটি অনেক সুন্দর। দর্শক অনেক  মজা পাবে  নাটকটি দেখে।  দিনাজপুরের আবহাওয়া  চমৎকার লাগছে। শুটিং করেও আরাম পাচ্ছি।’

গত রোজার  ঈদে  ঊর্মিলা অভিনীত ১৮টি নাটক প্রচারিত হয়েছে। কিন্তু  কোরবানির ঈদে  ১০টির মতো নাটক প্রচার হয়েছে বলে জানান ঊর্মিলা।  এ ব্যাপারে তিনি বলেন, ‘ঈদের আগে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বাবাকে সময় দিয়েছিলাম। তাই  অনেক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। বাবার  কিডনিতে সমস্যা দেখা দিয়েছিল। বাবা এখন সুস্থ আছেন।  সবাই বাবার জন্য দোয়া করবেন।’

কোরবানি ঈদে প্রচারিত নিজের অভিনীত নাটকের মধ্যে শিহাব শাহীন পরিচালিত ‘মেহমান’ ও রেদওয়ান রনির ‘চলো সবাই ডায়েট করি’ নাটক দুটি ভীষণ পছন্দ  হয়েছে বলে জানান ঊর্মিলা। 

Advertisement