গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এখন শঙ্কামুক্ত

বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন । বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ সকালে তাঁর হৃদপিণ্ডে দুটি রিং পরানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মোহাম্মদ রফিকউজ্জামানের স্ত্রী পান্না জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘এর আগে কখনো ওর হৃদরোগ হয়নি। গতকাল সোমবার হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর আমরা দ্রুত তাঁকে শহীদ সোহারাওয়ার্দী হাসপাতালে ভর্তি করাই। এরপর সেখানে থেকে আজ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আমরা তাঁকে নিয়ে এসেছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ড. রশীদের তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ রফিকউজ্জামান। চিকিৎসকের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রফিকউজ্জামান এখন আশঙ্কামুক্ত।
মোহাম্মদ রফিকউজ্জামান দেশের গান, আধুনিক ও বহু চলচ্চিত্রের জনপ্রিয় গান লিখেছেন। তাঁর লেখা জনপ্রিয় কিছু গান হলো ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক’, ‘মনটা সবাই দিতে পারে আমি তোমায় প্রাণটা দিতে চাই’, ‘কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল’। শ্রেষ্ঠ গীতিকার হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্রপুরস্কারও পেয়েছেন মোহাম্মদ রফিকউজ্জামান।