আবারও মডেল হলেন শিরিন শিলা

‘প্রাণ ফ্রুটো’র বিজ্ঞাপনের মডেল হলেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলের প্রিয়াঙ্কা শুটিং হাউসে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ করা হয়।
বিজ্ঞাপনের কাজ করতে তিনি সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান শিরিন শিলা। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এর আগে গত বছর ব্রিটল বিস্কুটের মডেল হয়েছিলেন শিলা।
চিত্রনায়িকা শিরিন শিলা এনটিভি অনলাইনকে বলেন, ‘বিজ্ঞাপনে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে ছোট একটা সময়ের মধ্যে অনেক সুন্দর একটা গল্প বলা হয়। অনেক বেশি শুটিং করেও এডিটিং করে এমনভাবে দেখানো হয় যে মনে হয় অনেকটা জাদুকরি কাজ। আমি এর আগেও বিজ্ঞাপনে কাজ করেছি। ব্রিটল বিস্কুটের বিজ্ঞাপনটি অনেক জনপ্রিয় হয়েছিল। আশা করি এই বিজ্ঞাপনটিও আপনাদের ভালো লাগবে।’
গত শুক্রবার মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত চলচ্চিত্র ‘মিয়া বিবি রাজি’। এ বিষয়ে তিনি বলেন, ‘বেশ কয়েকটি সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে ছবিটি দেখেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যাঁরা এখনো দেখেননি তাঁদের বলব, প্লিজ ছবিটি দেখুন। কারণ আমরা যাঁরা নতুন কাজ করছি, তাঁদের যদি আপনারা উৎসাহ না দেন তাহলে ভালো কাজ কীভাবে হবে? আমরা আপনাদের জন্য চলচ্চিত্রে কাজ করছি। আপনাদের ভালো লাগলে আরো কাজ করব না হয় এমনিতেই কাজ বন্ধ হয়ে যাবে। আবারও দর্শকদের বলব চলচ্চিত্র বাঁচাতে আপনারা হলে আসুন।’