আলিয়া ভাটের জন্মদিনে বলিউডের শুভেচ্ছা

একে একে ২৪টি বসন্ত পার করে আজ ২৫তম জন্মদিনে পা দিয়েছেন আলিয়া ভাট। আর মাত্র ছয় বছরেই বলিউডের অন্য তারকাদের নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি। তৈরি করেছেন অসংখ্য ভক্ত। তাই আলিয়ার ২৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়ার পরিবার এবং তাঁর বলিউড সহকর্মীসহ অসংখ্য ভক্ত। মুম্বাই মিররের খবরে প্রকাশ আলিয়াকে শুভেচ্ছা জানানোর মাধ্যম হিসেবে তাঁরা বেছে নিয়েছেন টুইটারকে।
আলিয়ার জন্মদিনে তাঁর বাবা মহেশ ভাট লিখেছেন, ‘ছোট বাচ্চাটির মধ্যে বড় একটি চমক রয়েছে। শুভ জন্মদিন আলিয়া।’ এ ছাড়া আলিয়ার বোন শাহিন লিখেছেন, ‘আমি খুবই ভাগ্যবান যে তোমাকে আমার বোন হিসেবে পেয়েছি। আমি খুবই গর্বিত যে তুমি দয়াবান এবং যত্নশীল একটি আত্মা নিয়ে বেড়ে উঠেছ। ধন্যবাদ আমাকে তোমার পাশে রাখার জন্য। শুভ জন্মদিন আমার প্রিয় বালিকা।’
এ ছাড়া অক্ষয় কুমার লিখেছেন, ‘অসাধারণ প্রতিভাবান আলিয়াকে শুভ জন্মদিন। ভালো কাজ এবং এর পক্ষে কথা বলার মানুষদের জন্য তুমি উৎকৃষ্ট উদাহরণ। এভাবেই চমক দিতে থাক।’ শ্রদ্ধা কাপুর শুভেচ্ছাবার্তায় লিখেন, ‘শুভ জন্মদিন সহকর্মী বন্ধু আলিয়া। অসীম শান্তি, সুখ এবং যা কিছু ভালো সব তোমার জন্য। তোমার সব স্বপ্ন সত্যি হোক।’
শহিদ কাপুর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় লিখেন, ‘শুভ জন্মদিন আলিয়া। এই বছরটাকে উদযাপন কর। যা চলে গেছে তা আর ফিরে আসবে না। আশা করি তোমার যে সৃজনশীলতা রয়েছে তাঁর চেয়েও বেশি সৃজনশীলতা তুমি সামনে দেখাবে। সবসময় খুশি থাকবে। অনেক ভালোবাসা।’
গায়িকা নেহা কাক্কার লিখেছেন, ‘শুভ জন্মদিন সেই বালিকাকে যে আমার গলার আওয়াজকে নাচের বিভিন্ন মুদ্রা এবং অভিব্যক্তি দিয়ে ফুটিয়ে তুলেছেন। তাই আমি এই মেয়েটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বর তোমার সহায় হোক।’
বর্তমানে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ড্রাগন’ ছবির কাজে বুলগেরিয়াতে রয়েছেন আলিয়া। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। তাই এবার বিদেশ বিভূঁইয়ে শুটিংয়ের সেটেই নিজের জন্মদিনের আনুষ্ঠানিকতা সারবেন আলিয়া।