Beta

হঠাৎ করেই অমিতাভ অসুস্থ

১৩ মার্চ ২০১৮, ২১:০৪

ফিচার ডেস্ক

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের শাহেনশাহ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, আজ সকালে যোধপুরে চলছিল ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির শুটিং। যেখানে অমিতাভসহ ছবির অন্যান্য কলাকুশলীরা সাতদিন ধরে ছবিটির শুটিং করছিলেন। সবার সঙ্গে গতকাল গভীর রাত পর্যন্ত শুটিং করেছিলেন অভিতাভ। কিন্তু আজ মঙ্গলবার সকালে কাজ করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তিনি।

পরে তাঁর সুস্থতার আরো অবনতি ঘটতে থাকলে যোধপুর থেকে যোগাযোগ করা হয় মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের চিকিৎসকদের সঙ্গে। এ ছাড়া একটি চার্টার্ড বিমানের ব্যবস্থাও করে ‘থাগস অব হিন্দুস্তান’ কর্তৃপক্ষ। ছবিটির প্রোডাকশন ইন চার্জ রাঘাভেন্দ্রা বলেন, ‘বিগ বি পাকস্থলীর ব্যথা নিয়ে আমার কাছে অভিযোগ জানিয়েছিলেন। এখানকার অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে তিনি অসুস্থ বোধ করেন। তাঁকে মুম্বাইতে নেওয়ার জন্য একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়। যোধপুর থেকে বিমানটি ছেড়ে যায় দুপুর ১২টার দিকে এবং একটার দিকে মুম্বাইয়ের পৌছায় বিমানটি। বিস্তারিত খবরের জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে।’

সারারাত কাজ করার ব্যাপারটি প্রকাশ পায় গতকাল রাতে অমিতাভের একটি টুইটে। রাত ৪টা ৫১ মিনিটে অমিতাভ লিখেন, ‘কাজ থেকে মাত্র ফিরলাম যোধপুর শহর ঘুমাচ্ছে...আমারও ঘুমানো উচিত কিন্তু তার আগে আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য ভালোবাসা।’

অমিতাভ ছাড়াও ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটিতে অভিনয় করছেন আমির খান, ফাতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফ। ছবিটির গল্প লেখার পাশাপাশি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচারিয়া। প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া। দীপাবলিকে কেন্দ্র করে চলতি বছরের সাত নভেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।       

Advertisement