Beta

মঞ্চনাটক

বিউটি বোর্ডিংয়ে ‘সারা রাত্তির’

২৬ এপ্রিল ২০১৭, ১৫:৩৯

ফিচার ডেস্ক
‘সারা রাত্তির’ নাটকের মহড়ার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে প্রদর্শিত হতে যাচ্ছে মঞ্চনাটক ‘সারা রাত্তির’। তীরন্দাজের প্রযোজনায় নাটকটি নির্দেশনা দেবেন দীপক সুমন। আগামী শুক্রবার বিকেল ৪টায় নাটকটি প্রদর্শিত হবে। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এ কে আজাদ সেতু (সিএটি), নাসরিন নাশা, শোভন দাশ, খায়রুল আলম হিমু ও দীপক সুমন নিজে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক দীপক সুমন এনটিভি অনলাইনকে বলেন, “১৯৬৩ সালে ফ্রান্সে থাকাকালীন বাদল সরকার ‘সারা রাত্তির’ নাটকটি লিখেছেন। নাটকটির গল্পের পটভূমি চমৎকার। যাঁরা দেখবেন, আশা করি তাঁরা মুগ্ধ হবেন।’

দীপক সুমন আরো বলেন, ‘যে দর্শক টিকেট কেটে নাটক দেখে বা দেখেন, তাঁদের জন্য প্রযোজনাটি নির্মাণ করেছি। নগরজীবনের প্রতি মুহূর্তের ব্যস্ততা আমাদের জীবনকে কোনো এক অনাকাঙ্ক্ষিত, অজানা গন্তব্যে পৌঁছে দেয়, যার জন্য আমরা কেউই প্রস্তুত থাকি না। নগর সভ্যতার মানুষই হয়তো একমাত্র প্রজাতি যে অহর্নিশ শুধু কনজিউম করার ব্যস্ততম মুহূর্তের মধ্য দিয়ে জীবন অতিক্রম করছে। কনজিউম বা ভোগের কাজে এতই ব্যস্ত যে আমাদের নাগরিক মধ্যবিত্ত মানুষ আর কোনো কিছু নিয়ে ভাবার সময় পাচ্ছে না। এই করতে করতে একসময় হয়তো সে সময় সংকটের যুক্তিতে অতিক্রম করে যাওয়া সব প্রশ্নের, সব সংকটের মুখোমুখি হয় জীবনের কোনো একটি মুহূর্তে, হয়তো একটা রাতে। এ বিষয়গুলো মূলত নাটকটিতে তুলে ধরা হয়েছে।’

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement