Beta

জুলির নতুন মিউজিক ভিডিও ‘অভিমানের দেয়াল’

০৯ মার্চ ২০১৭, ১১:২০

ফিচার ডেস্ক
ডিজে রাহাতের সঙ্গে সংগীতশিল্পী জুলি। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী জুলির নতুন মিউজিক ভিডিও ‘অভিমানের দেয়াল’  সম্প্রতি ইউটিউবে  প্রকাশ পেয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। সুর করেছেন মীর মাসুম। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

গানটির  প্রথম লাইনগুলো এ রকম—‘অভিমানের দেয়াল টেনে যাবে কত দূরে, খুঁজে দেখো আমার ছায়া তোমার পথ জুড়ে, স্মৃতির আয়নায়, হাজারও বায়নায়, তোমার  হৃদয় পুরে, আমি আছি, আমি রবো, তোমার হৃদয়  জুড়ে।’

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে মডেল হয়েছেন ডিজে রাহাত ও  জুলি নিজেই। গানটি গত বছর প্রকাশিত ‘ডিজে রাহাত উইথ স্টারস’ অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। ভিডিও অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্সের ইউটিউব চ্যানেল ‘গানবক্স’ থেকে  প্রকাশিত  করা হয়েছে।

সংগীতশিল্পী জুলি বলেন, ‘অনেক দিন পর আমার একক কোনো গানের ভিডিও এলো। মেলোডি ধাঁচের এ গান আমার খুব পছন্দের। ভিডিওটিও মনে ধরেছে। গানটির সঙ্গে নিয়োজিত সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি, সবার পছন্দ হবে।’

ডিজে রাহাত বলেন, ‘জুলি আপা দারুণ একজন গায়িকা। তাঁর গাওয়া অনেক গানই শ্রোতারা গ্রহণ করেছে। আমার ধারণা, এ গানও সবার ভালো লাগবে।’

Advertisement