Beta

শুরু হচ্ছে ‘দুলাভাই জিন্দাবাদে’র শুটিং

১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৭

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং হতে যাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি। এর আগের দিন ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ছবিটির মহরত। ছবিতে অভিনয় করছেন মনোয়ার হোসেন ডিপজল। সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা মৌসুমী, আরো থাকবেন এই প্রজন্মের বাপ্পী ও মিম। ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর।

ছবির শুটিং শুরু প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘আগমী ১৬ তারিখ দুপুর ১২টায় এফডিসিতে আমরা ছবির মহরত করব। পরের দিন ছবির শুটিং শুরু করব সাভারে। মহরতে মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পি, মিমসহ ছবির শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন।’

ছবিতে চরিত্রায়ন প্রসঙ্গে পরিচালক বলেন, ‘শিল্পীর অভাবে যেমন গল্প নির্ভর ছবি বানাতে পারি না, তেমনি প্রযোজকের অভাবে একাধিক তারকার ছবিও হয় না। আমি অনক দিন পর এমন একটি ছবি বানাতে পারছি। ছবিতে মিম, ডিপজল সাহেবের শ্যালিকা ও মৌসুমীর ছোট বোনের চরিত্রে অভিনয় করবেন। সঙ্গে আছেন নায়ক বাপ্পী।’

আকবর আরো বলেন, ‘মনোয়ার হোসেন ডিপজল অনেক বড় অভিনেতা, এমন কিছু চরিত্র আছে যেখানে উনি ছাড়া অন্য কেউ অভিনয় করলে হবে না। তিনি দীর্ঘদিন চলচ্চিত্রে থেকে দূরে ছিলেন, কিন্তু তিনি আবারও অভিনয় শুরু করায় এমন গল্প নিয়ে কাজ করতে পারছি। সঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, এমন একটি মিষ্টি মুখ আমার দরকার ছিল এই ছবিতে। আশা করি, সবার কাছে কাজটি ভালো লাগবে।’

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি প্রযোজনা করছে মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমিবনি কথাচিত্র।

Advertisement