চড়কাণ্ডের খেসারত, অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ স্মিথ
৯৪তম অস্কারের মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় কষিয়েছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। সে ঘটনার খেসারত দিতে হলো স্মিথকে। চড়কাণ্ডে তাঁকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসির।
‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক বলে বিবেচিত অস্কার পুরস্কারের আয়োজন করে। কিন্তু এবারের অস্কারের মঞ্চে পুরস্কারের চেয়ে বড় হয়ে দাঁড়ায় উইল স্মিথের চড়কাণ্ড।
উইল স্মিথের বিষয়ে আলোচনা করতে গতকাল শুক্রবার বৈঠকে বসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। সে বৈঠকে স্মিথের শাস্তি নির্ধারণ হয়। অবশ্য স্মিথ তাঁর আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন।
অস্কারের মঞ্চে গত ২৮ মার্চ স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে ‘রসিকতা’ করেন ক্রিস রক। ক্রিসের রসিকতায় শুরুতে হাসতে দেখা যায় দর্শকসারিতে স্ত্রীর সঙ্গে বসা উইল স্মিথকে। কিন্তু, বিরক্ত হন স্মিথের স্ত্রী। এর পরেই উইল স্মিথ আসন ছেড়ে উঠে পড়েন এবং মঞ্চে গিয়ে কষে এক চড় মারেন ক্রিস রকের গালে।
এমন আচরণের জন্য ক্রিস ও অস্কার কর্তৃপক্ষের কাছে স্মিথ পরে ক্ষমাও চান। তবে, ক্ষমা চেয়েও পার পেলেন না এ বছরের সেরা অভিনেতার অস্কারজয়ী স্মিথ। শাস্তি হিসেবে তাঁর পুরস্কার কেড়ে নেওয়া হতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে, শেষ পর্যন্ত স্মিথকে অস্কারের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হয়েছে, তাঁর পুরস্কার কেড়ে নেওয়া হয়নি।
এর আগে অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরের সদস্য, অভিনেতা হুপি গোল্ডবার্গ জানিয়েছিলেন, স্মিথকে চড়কাণ্ডের ফল ভুগতে হবে। ওই ঘটনার পর দুটি বড় প্রযোজনা সংস্থা উইল স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়।