বিএনপিনেতারা পাগলের প্রলাপ বকছে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বক্তব্য বদ্ধ পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। আসলে বিএনপিনেতারা যেটা চেয়েছিল সেটা হয়নি দেখে এখন পাগলের প্রলাপ বকছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সীমান্ত এখন অরক্ষিত হয়ে পড়েছে বলে রিজভী যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, বাংলাদেশ সরকারের নীতির কারণে কি মিয়ানমার আর্মি আর আরাকান আর্মির মধ্যে যুদ্ধ হচ্ছে? আসলে তারা চেয়েছিল নির্বাচনের পরে গোটা বিশ্ব সরকারের কাছ থেকে দূরে সরে যাবে। আসলে সেটা হয়নি। বিশ্বের বিভিন্ন দেশ এখন নতুন সরকারের সঙ্গে কাজ করতে তাদের অভিপ্রায় প্রকাশ করছে।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভারত আমাদের ও মিয়ানমারের প্রতিবেশি রাষ্ট্র। আমরা এরই মধ্যে মিয়ানমার ইস্যুতে ভারতের সহযোগিতা চেয়ে এসেছি। মিয়ানমার থেকে যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তা আমরা বহু আগে থেকেই চেয়েছি। ভারত সফরের সময় এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচনা হবে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘মিয়ানমারের মর্টারশেল এসে পড়ায় দুজন নিহত হওয়া ও সেদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সদস্যদের বাংলাদেশ এসে আশ্রয় নেওয়ার বিষয়ে আমরা তাদের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করেছি। আমি যতটুকু জেনেছি ইতোমধ্যেই ২২৯ জন বিজিপি সদস্য আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছেন। হয়তো আরও আসার সম্ভাবনা রয়েছে। তাদের মর্টারশেল এসে আমাদের দেশে পড়েছে। এতে আমাদের নাগরিকরা নিহত ও আহত হয়েছে। আমাদের সম্পদ নষ্ট হচ্ছে। এসব বিষয়ে আমরা রাষ্ট্রদূতের কাছে কড়া প্রতিবাদ করেছি।