মাদারীপুর সদর উপজেলা বাল্যবিবাহমুক্ত ঘোষণা
মাদারীপুর সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সদর উপজেলায় বাল্যবিবাহ শূন্যের কোটায়। তাই উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আজ মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করে।
টেকসই উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়নের জন্যই সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়।
গত শনিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান। সভায় উপজেলার ঈমাম, কাজী, জনপ্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাসহ অন্য অংশীজনরা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন বলেন, ‘দু-একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া সদর উপজেলায় বাল্যবিবাহের হার বর্তমানে শূন্য। তাই সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা যায়। এ ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৩টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। একইসঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক উঠোন বৈঠক ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমে উপজেলা প্রশাসনকে মহিলাবিষয়ক অধিদপ্তর, থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, গ্রামপুলিশের সদস্য এবং সচেতন নাগরিকরা সর্বাত্মকভাবে সযোগিতা করেছেন।