শাহজালালে ৯ আগ্নেয়াস্ত্রসহ জার্মানির নাগরিক আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়টি আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মনির আলী।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানান, সকাল পৌনে ৯টার দিকে আবুধাবি থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকায় পৌঁছেন মনির আলী। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর মালামালের তল্লাশি চালানো হয়। এ সময় একটি কার্টনের ভেতর নয়টি ছোট আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। আটক যাত্রী এসব পিস্তলকে খেলনা বলে দাবি করেন। তবে পিস্তলের ওজন দেখে শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হয়। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্রগুলো পরীক্ষা করে দেখে। এ সময় তাঁরা নিশ্চিত হন যে এগুলো আসল আগ্নেয়াস্ত্র। শুধু ব্যারেল পরিবর্তন করলেই এগুলো আসল পিস্তলে পরিণত হবে।
কাস্টমসের কর্মকর্তারা ধারণা করছেন, খেলনা পিস্তল প্রমাণের জন্যই এগুলোর ব্যারেল পরিবর্তন করে আনা হয়েছিল। আসল ব্যারেলগুলো হয়তো পরবর্তী কোনো চালানে আসবে।