চাকমা রাজমাতার মৃত্যুতে খালেদা জিয়ার শোক

পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের প্রধান রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের মা আরতী রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চাকমা রাজমাতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরতী রায়। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘আরতী রায় মানবহিতৈষী হিসেবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে ছিলেন সমাদৃত। তিনি তাঁর সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। এ ছাড়া তাঁর এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি।’
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরতী রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর ভূমিকার জন্য তিনি পার্বত্য চট্টগ্রামবাসীর কাছে ছিলেন শ্রদ্ধেয়। তিনি সুখে দুঃখে-মানুষের পাশে থেকে কাজ করেছেন।