রাজধানীতে চার বাসে বোমা, আগুন
সন্ধ্যার পর থেকে রাজধানীতে চারটি বাসে পেট্রলবোমা হামলা ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চারজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। পুলিশ রোববার রাতের এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় গতকাল রাতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় বেসরকারি টিভি চ্যানেল একাত্তরের সাংবাদিকসহ চারজন দগ্ধ হয়েছেন। রাত ৮টার দিকে বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।
পেট্রলবোমায় দগ্ধরা হলেন একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরেফিন শাকিল, মহাখালী টিঅ্যান্ডটি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের ছাত্রী রাবিনা করিম টুম্পা, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুন্তলা শিকদার এবং নির্মাণ শ্রমিক মো. নাজিম। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আলিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বনশ্রী থেকে মিরপুর যাওয়ার পথে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে বাসে আগুন ধরে গেলে তাঁরা দগ্ধ হন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ভজন সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট বনশ্রী গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
এদিকে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় গতকাল সন্ধ্যায় শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে দুর্বৃত্তরা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় শিখর পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ছাড়া রাজধানীতে রাতে আরো দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে রাজধানীর শাঁখারীবাজারের ইউনাইটেড পরিবহন ও গাবতলীর বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ভজন সরকার জানান, রাত সোয়া ৮টার দিকে গাবতলীতে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে বাহাদুর শাহ পার্কের সামনে ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে সন্ধ্যায় ও রাতে ককটেল বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আবুল কালাম (২৫), মো. শহীদ (২৫), রফিউল (২৫), রনি (২৪) ও রাশেদুল (২২) আহত হয়েছেন।
এ ছাড়া ককটেল বিস্ফোরণে রাত সোয়া ৮টার দিকে শ্যামলী এলাকায় পথচারী রেজাউল করিম (২৬) এবং বঙ্গবাজার মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মজিবুর রহমান (৪৫) নামের এক রিকশাচালক আহত হন।