মাদারীপুরে বিসিক শিল্পনগরীতে তালা ভেঙে চাল লুট
মাদারীপুর শহরের বিসিক শিল্পনগরীতে নৈশপ্রহরীকে বেঁধে চারটি দোকানের তালা ভেঙে ৪০০ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
দোকান মালিক ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তালা ভেঙে একটি দোকানে ঢোকে দুর্বৃত্তরা। ওই সময় বিসিক শিল্প এলাকায় কর্মরত সাত-আটজন নৈশপ্রহরী বিষয়টি দেখে ফেলে। পরে দুর্বৃত্তরা নৈশপ্রহরীদের আটক করে আরো তিনটি দোকানের তালা ভেঙে চালের বস্তা লুট করে। পরে সেগুলো ট্রাকে করে নিয়ে যায় তারা।
চাল ব্যবসায়ীদের অভিযোগ, রাতে বিসিক শিল্প এলাকায় পুলিশের পাহারার ব্যবস্থা নেই। এর ফলে ডাকাত দল দীর্ঘ সময় ধরে চারটি গুদামের চাল ট্রাকে তুলে নিয়ে যায়।
জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘বিষয়টি তদন্তাধীন আছে। আমরা চেষ্টা করছি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’
ওসি আরো বলেন, সকালে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।