খালেদা জিয়ার কাছে আদালতের রুল
হরতাল অবরোধের সময় কেন এসএসসি পরীক্ষা হবে না এবং স্কুল-কলেজ কেন খোলা রাখা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টের জারি করা রুলের অনুলিপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে হাইকোর্টের রিট শাখার একজন কর্মচারী নোটিশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান। সেখানে গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান নোটিশটি গ্রহণ করেন।
গত ১৫ ফেব্রুয়ারি সাইফুর রহমান নামে এক ব্যক্তি হাইকোর্ট রিট করলে ওই রুল জারি করেন বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুরের দ্বৈত বেঞ্চ। আরেকটি রিটে একই বেঞ্চ হরতাল-অবরোধের সময় সহিংসতা বন্ধে আরো একটি রুল জারি করেন।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও এ অনুলিপি পাঠানো হয়েছে। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।