Beta

মুক্তিযোদ্ধা ফুটবলার আইনুল হক আর নেই

২৯ আগস্ট ২০১৭, ১৬:২১

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীন বাংলা ফুটবল দল ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক তারকা ডিফেন্ডার আইনুল হক আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল সোমবার রাতে মারা যান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ফুটবলার। আজ দুপুরে বাদ জোহর জিগাতলার গাবতলা মসজিদে জানাজা শেষে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

খ্যাতিমান ফুটবলার আইনুল হক ঢাকার ফুটবলে খেলা শুরু করেন ১৯৬২ সালে পুলিশ দলের হয়ে। এরপর  ফায়ার সার্ভিসে চমৎকার নৈপুণ্য দেখিয়ে মোহামেডানে সুযোগ পান। ১৯৬৮ সালে মোহামেডানে যোগ দেন তিনি। টানা ১০ বছর মোহামেডানের তাঁবুতে কাটিয়ে ১৯৭৭ সালে খেলা থেকে অবসর নেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলো স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মাঠের যুদ্ধে নিয়মিত সৈনিক ছিলেন তিনি। ১৯৭২ সালে ঢাকার মাঠে প্রথম বিদেশি দলের বিপক্ষে ঢাকা একাদশের হয়ে খেলেছেন। ভারতের মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের বিপক্ষে খেলেছেন। এ ছাড়া ভারতের বদরুলই ট্রফিতেও খেলেছিলেন ছিলেন। আর জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন।

মুক্তিযোদ্ধা ফুটবলার আইনুল হক জীবনের শেষ দিনগুলো দুরবস্থার মধ্যে কাটিয়েছেন। অর্থকষ্ট এবং রোগে ভুগে মারা যান তিনি।

Advertisement