প্রথমে ‘মীমাংসা’, পরে ‘পিটিয়ে’ হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুর রহমান (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বটতলা গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবদুর রহমান বটতলা গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে।
নিহত খুরশিদের পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, আবদুর রহমানের সঙ্গে চাচাতো ভাই হারুন ও রাজুর দীর্ঘদিন থেকে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত সোমবার রাতে স্থানীয়ভাবে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে আবদুর রহমানের সঙ্গে হারুন ও রাজুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করিয়ে দেওয়া হয়।
পরের দিন মঙ্গলবার সন্ধ্যার দিকে আবদুর রহমানকে কয়েকজন বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়। ফিরতে দেরি হলে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করে। পরে তাঁর লাশ পাওয়া যায়। লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। নিহত ওই যুবকের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত যুবকের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।