রাহাত মিনহাজ রাহাত মিনহাজ

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল থেকে মাধ্যমিক ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া থেকে উচ্চ মাধ্যমিক পাস করে রাহাত মিনহাজ (পুরো নাম মো. মিনহাজ উদ্দীন) ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজ প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই জড়িত ছিলেন সাংবাদিকতায়। কাজ করেছেন দেশের প্রথম ২৪ ঘণ্টার স্যাটেলাইট চ্যানেল সিএসবি নিউজ, চ্যানেল ওয়ান, এটিএন বাংলা ও যমুনা টেলিভিশনে। এ ছাড়া প্রদায়ক ও অতিথি লেখক হিসেবে কাজ করেছেন মিডিয়া ওয়াচ, সাপ্তাহিক কাগজে। ২০১৬ সালের মে মাসে মিনহাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগদান করেন। পাশাপাশি খণ্ডকালীন সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন যমুনা টেলিভিশনে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বেশ কিছু পদক পেয়েছেন তিনি। যেগুলোর মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধ জাদুঘরের বজলুর রহমান স্মৃতিপদক ও প্রথম আলো মাদকবিরোধী সাংবাদিকতা পুরস্কার। তাঁর মূল আগ্রহ দেশের ইতিহাস ও রাজনৈতিক সংস্কৃতির প্রতি। আগ্রহের বিষয়গুলো নিয়েই তিনি পড়াশোনা ও গবেষণায় নিয়োজিত থাকার চেষ্টা করছেন। কাজ করছেন প্রকাশ হতে যাওয়া কয়েকটি বই নিয়েও।