জেরুজালেম-তেল আবিবে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

নিরাপত্তার কারণে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস শুক্রবার (২০ জুন) পর্যন্ত বন্ধ থাকবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, জেরুজালেম ও তেল আবিব উভয় স্থানের কনস্যুলার বিভাগই বন্ধ থাকবে। তবে, মার্কিন নাগরিকদের ইসরায়েল থেকে প্রস্থানে সহায়তা করার বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি। ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে এই ধরনের সতর্কতা নির্দেশ করে যে, অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি এখনো গুরুতর।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপরে হামলা অব্যাহত রেখেছে।