ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ইমাঈল ফেকরি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২৩ সালে গ্রেপ্তার হওয়া ফেকরি অর্থের বিনিময়ে গোপন তথ্য পাচারের চেষ্টা করেছিলেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এটি নিয়ে ইরানে এ ধরনের তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকর হলো বলে ধারণা করা হচ্ছে।
আজ সোমবার (১৬) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েলের আরও বেশ কয়েকজন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেন মোহসেনি এজেয় বলেছেন, বর্তমান সংঘাতের পরিস্থিতিতে ইসরায়েলের সহযোগীদের বিচার দ্রুত হওয়া উচিত।
অন্যদিকে, গতকাল রোববার (১৫ জুন) ইসরায়েলেও ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে দুই ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত সপ্তাহে তেল আবিবে একই ধরনের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকেও গ্রেপ্তার করা হয়।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৬ জুন) দিনগত রাত ২টা (বাংলাদেশ সময় সোমবার রাত ১১টা ৩০) পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। গত সপ্তাহ থেকে ইরানের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ‘তেহরানের ওপর সম্পূর্ণ আকাশ নিয়ন্ত্রণ’ অর্জন করেছে এবং ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমা ব্যবহার করে দেশটির অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।