সৌদি আরব তাদের খালি জায়গায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক : নেতানিয়াহু

কোনো দরকষাকষি ছাড়াই ফিলিস্তিনি রাষ্ট্র পুনর্গঠন করার কথা জানিয়েছে সৌদি আরব। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না বলেও জানায় রিয়াদ। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গ তুলে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সৌদি আরব একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে, সেখানে তাদের প্রচুর খালি জমি আছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।
ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক স্বাভাবিক করার শর্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নেতানিয়াহু বলেন, তিনি এমন কোনো চুক্তি করবেন না যেটা ইসরায়েলকে বিপদে ফেলবে। বিশেষ করে ৭ অক্টোবর পরবর্তী পরিস্থিতির কারণে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় ইসরায়েল সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না বলে জানান তিনি।
নেতানিয়াহু আরও বলেন, ফিলিস্তিন নামে একটা রাষ্ট্র ছিল। সেটার একটি উপত্যকার নাম গাজা। এ গাজার নেতৃত্বে দিত হামাস, তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতো। এর ফলে আমরা সেখান থেকে কী পেয়েছি—হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।

এর আগে এক যৌথ সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু। ওই সম্মেলনে ‘গাজা দখলের’ পরিকল্পনার কথা জানান ট্রাম্প। সেখানে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনঃস্থাপন ও স্বাভাবিক করার ব্যাপারেও আলোচনা হয়।
তবে ওই সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে না।