Beta

স্নোডেনকে ভ্রমণে নিরাপত্তা দিতে নারাজ নরওয়ে

২৬ নভেম্বর ২০১৬, ১০:৫৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৬, ১২:৪৮

এনডিটিভি
প্রাক্তন সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের নরওয়ে ভ্রমণের সময় নিরাপত্তার দায়িত্ব নিয়ে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ছবি : এনডিটিভি

পুরস্কার নিতে নরওয়ে যাওয়ার কথা ছিল প্রাক্তন সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের।  কিন্তু তিনি আশঙ্কা করছিলেন দেশটিতে গেলে হয়তো তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে।

তাই শঙ্কা এড়াতে স্নোডেন নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা চেয়েছিলেন নরওয়ে সরকারের কাছে।  কিন্তু তাঁর নিরাপত্তার দায়িত্ব নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘোষণ দেয় নরওয়ে সুপ্রিম কোর্ট। এর আগে দেশটির নিম্ন আদালতও একই সিদ্ধান্ত জানিয়েছিলেন।

চলতি বছরের এপ্রিলে নরওয়ের বন্দর শহর অসলোর একটি ওকালতি প্রতিষ্ঠান স্নোডেন ও ‘পেন’ নামে নরওয়ের একটি মুক্তবাক ও সাহিত্যসংস্থার পক্ষে এই আবেদন করে।  পেন নামের এই প্রতিষ্ঠানটিই পুরস্কার নেওয়ার জন্য স্নোডেনকে  নরওয়েতে আমন্ত্রণ জানিয়েছিল। 
স্নোডেন বর্তমানে রাশিয়ায় বসবাস করছেন।২০১৩ সালে তাঁর বিরুদ্ধে গোপন তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করে দেওয়ার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। ওই অভিযোগ প্রমাণিত হলে স্নোডেনকে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দিতে পারেন মার্কিন আদালত।

Advertisement