Beta

নিউজিল্যান্ডে ফের ভূমিকম্প

১৪ নভেম্বর ২০১৬, ০৮:১৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৬, ০৯:৪২

বিবিসি

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে নতুন করে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের দুজন নিহত হয়।

আজ সোমবার স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় (বাংলাদেশ সময় পৌনে সকাল পৌনে ৭টা) নতুন করে ভূমিকম্প হয়। ক্রাইস্টচার্চ শহরের উত্তর-পূর্বে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে একই জায়গায় অনুভূত ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়।

দেশটির পূর্ব উপকূলে কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করেছে এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

ভূমিকম্প পরবর্তী সময়ে শক্তিশালী কয়েকটি ভূকম্পন (আফটারশক) অনুভূত হয়। এর ফলে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রথম ভূমিকম্পের পর সমুদ্র উপকূলে দুই মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের উৎপত্তি হয়। এরপর কয়েকটি জায়গায় সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম জানিয়েছে, ১০০ বছর বয়সী একজন বৃদ্ধা ও তাঁর পুত্রপধূকে তাঁদের ধসে পড়া বাড়ি থেকে জীবিত উদ্ধার করা হয়। গৃহবধূর স্বামী মারা গেছেন।

Advertisement