Beta

ভানুয়াতুতে প্রবল ভূমিকম্প, সুনামির শঙ্কা

০৩ এপ্রিল ২০১৬, ১৭:০৮

অনলাইন ডেস্ক

প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে প্রবল ভূমিকম্প হয়েছে। এর ফলে এ অঞ্চলজুড়ে সুনামি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ রোববার স্থানীয় সময় সকালের দিকে ভানুয়াতুর দ্বীপগুলোতে ভূমিকম্পের ঘটনা ঘটে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলা হয়, দ্বীপের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।

দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ওই ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামির আশঙ্কা দেখা দিয়েছে।

আশিটি দ্বীপ নিয়ে ভানুয়াতু গড়ে উঠেছে। দেশটিতে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষ বাস করে। রাজধানী পোর্ট ভিলাতেই বাস করে প্রায় ৪৪ হাজার মানুষ। অস্ট্রেলিয়ার ঠিক পূর্বের দ্বীপরাষ্ট্রই ভানুয়াতু। ভানুয়াতুর আগে আরেক দ্বীপরাষ্ট্র ফিজি। উভয় দেশের দক্ষিণে আরেক দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড।

আগ্নেয়গিরি এবং সাইক্লোনের কারণে দেশটি বেশ ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের হিসাবে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে ভানুয়াতু।

Advertisement