Beta

সিমেন্ট মিকশ্চার গুঁড়িয়ে দিল ট্রেন, বেঁচে গেলেন চালক, ভিডিও ভাইরাল

০২ অক্টোবর ২০১৯, ১৩:৩৮

অনলাইন ডেস্ক
মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে যায় সিমেন্ট মিকশ্চারবাহী একটি গাড়ি। তবে চালক বেঁচে গেছেন। ছবি : সংগৃহীত

চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল একটি সিমেন্ট মিকশ্চার বহনকারী গাড়ি; কিন্তু বেঁচে গেলেন গাড়ির চালক। গতকাল মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেলাবুহান উতারায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে যায় গাড়িটি।

একটি ভিডিওতে দেখা যায়, ১০ চাকার সিমেন্ট মিকশ্চারের গাড়িটি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন চলে আসে, তৎক্ষণাৎ লাল পতাকা দিয়ে সতর্ক করা হলেও তা খেয়াল করতে পারেননি মিকশ্চারের গাড়ির চালক। ট্রেনটির হর্নও বাজছিল, তাতেও কাজ হয়নি।

সহকারী কমিশনার সামসুল অমর রমিল জানান, ট্রেন আসার কিছুক্ষণ আগে সিমেন্ট মিকশ্চারবাহী গাড়িটি রেলক্রসিং পার হতে গেলে দুর্ঘটনা ঘটে। মিকশ্চারের গাড়িটি  গুঁড়িয়ে গেলেও এর চালক সেখান থেকে বেঁচে আসতে সক্ষম হয়েছেন। এ ছাড়া এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement