Beta

পেরুতে খাড়া রাস্তা থেকে বাস ছিটকে নিহত ১৭

০২ অক্টোবর ২০১৯, ১৩:৩৬

অনলাইন ডেস্ক

পেরুতে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। দেশটির পার্বত্য কাসকো অঞ্চলের খাড়া রাস্তা থেকে বাসটি ছিটকে পানিতে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

বাসচালক কেন গাড়িটি নিয়ে রাস্তার কিনারায় গিয়েছিলেন, পুলিশ তা খতিয়ে দেখছে। বার্তা সংস্থা এএফপি ও বাসস এ খবর জানিয়েছে।

পেরুর মারকাপাতা থানার পুলিশ কর্মকর্তা আলভারো মেন্দজা এএফপিকে বলেন, ‘বাসটি আমাজন রেইন ফরেস্ট সিটি পুয়ের্তো মালদোনাদো থেকে পার্বত্য কাসকো নগরী যাওয়ার পথে মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৮ যাত্রী ছিলেন।’

মেন্দজা আরো বলেন, ‘হতাহতদের থেঁতলানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। বৈরী আবহাওয়ার কারণে তাঁদের উদ্ধার করা ছিল একটি কঠিন কাজ।’

উল্লেখ্য, দুর্বল ব্যবস্থাপনা ও দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

Advertisement