Beta

মক্কায় মুষলধারে বৃষ্টি

০১ অক্টোবর ২০১৯, ২১:৩৮ | আপডেট: ০১ অক্টোবর ২০১৯, ২২:৪১

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে মুষলধারে বৃষ্টিতে ভিজে গেছে কাবা ঘর। ছবি : এনটিভি

মুষলধারে বৃষ্টি হয়েছে সৌদি আরবে। বৃষ্টিস্নাত হয়েছে পবিত্র মক্কা নগরী। বৃষ্টিতে সিক্ত হয়েছে পবিত্র কাবা শরিফের গিলাফ।

আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ওই বৃষ্টি শুরু হয়।

রহমতের এ বৃষ্টিতে ভিজে ভিজে তাওয়াফ করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ওমরাহ পালনকারীরা। কাবা শরিফের গিলাফ ভিজে ভিজে বৃষ্টি গড়িয়ে পড়ছে। যেন গড়িয়ে পড়ছে মহান আল্লাহর রহমতের ফোয়ারা। বৃষ্টিতে সিক্ত হচ্ছে কাবা শরিফে গিলাফ। ভিজেছেন তাওয়াফকারীরা।

বৃষ্টির কারণে তাওয়াফকারীদের মাঝে কোনো তাড়াহুড়ো নেই। তাওয়াফকারীরা যেন এ রহমতের বৃষ্টি গায়ে মাখতেই অপেক্ষা করছিলেন। মুমিন মুসলমানের হৃদয়ের আধ্যাত্মিক পরিবেশকে আরো আবেগঘন করে তুলেছিল এ বৃষ্টি। মহান আল্লাহর কাছে প্রার্থনায় মগ্ন হয়েই এ রহমতের বৃষ্টি গায়ে নিচ্ছিলেন তাঁরা।

অথচ কাবা শরিফের চত্বরে প্রতি বছরই একাধিকবার বৃষ্টি প্রার্থনা করে নামাজ পড়া হতো। বৃষ্টির কারণে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা যেন না হয় সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি আছে বলে জানান মক্কার সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর নায়েফ আল-শরিফ।

Advertisement