Beta

বন্ধুর গুলিতে সৌদি বাদশাহর দেহরক্ষী নিহত

২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৫

অনলাইন ডেস্ক
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে তাঁর দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ বিন বাদাহ আল ফাগাম। ছবি : সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ বিন বাদাহ আল ফাগাম ব্যক্তিগত শত্রুতার জেরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমন খবর দিয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় মক্কা প্রদেশের পুলিশের মুখপাত্র মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মক্কা পুলিশের মুখপাত্র জানান, মেজর জেনারেল আল ফাগাম বন্ধু মামদুহ আল আলির বাড়িতে গিয়ে বন্ধুর সঙ্গে একটি বিষয় নিয়ে বাগবিতণ্ডায় জড়ান। ওই বন্ধু বাড়ি থেকে বের হয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢোকেন এবং একপর্যায়ে মেজর জেনারেল আল ফাগামকে গুলি করেন। এ সময় বাড়িতে থাকা আরো দুজন আহত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে আটক করতে গেলে তাদের ওপরও গুলি ছোড়েন মামদুহ আল আলি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে আল আলি নিহত হন।

Advertisement