Beta

সুপারহিট গানে কাঠবেড়ালির দুর্দান্ত নাচ, ভিডিও ভাইরাল

১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:২১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭

অনলাইন ডেস্ক

নতুন দিন নতুন বার্তা নিয়ে আসে। জীবনের বিভিন্ন প্রান্ত থেকে রসদ সংগ্রহ করে তাতে পরিপূর্ণ হয় জীবনের সমস্ত চাওয়া-পাওয়া। অনেক সময় অনেক কিছু যেমন জীবনে বিষাদের সৃষ্টি করে, ঠিক তেমনই জীবনের নানান ছন্দময় অভিজ্ঞতাও জীবনকে সুন্দর করে তোলে।

জীবনে নানান ব্যস্ততার মাঝে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে মানুষ কত কিছুই না করে। অনেকে ভ্রমণে বের হয়। অনেকে সিনেমা হলে গিয়ে মনোরঞ্জনের চেষ্টা করে। আবার কেউ কেউ চোখ রাখেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।

আর সবার মন ভালো করে দিতে এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেই ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়েছে।

কী সেই ভিডিও-র বিষয়বস্তু? ভিডিওতে দেখা গেছে, একটি কাঠবেড়ালি বলিউড গায়ক দালের মেহেন্দির একটি জনপ্রিয় গানে লেজ নাড়িয়ে নাড়িয়ে তুমুল নাচে ব্যস্ত।

সেই নাচের ভিডিও নেটিজেনদের মনে আনন্দের এক নতুন অন্যমাত্রা দিয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। অনেকে বলছে ভিডিওটি সম্পাদিত।

তবে অনেকে মনে করছেন, ভিডিওটি যে আনন্দের সঞ্চার ঘটিয়েছে সেই আনন্দকে সবার উপভোগ করা উচিৎ। আনন্দ করলে মন ভালো থাকে।

Advertisement