Beta

সৌদি আরবের তেল স্থাপনা ও তেলখনিতে ড্রোন হামলা

১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৫

অনলাইন ডেস্ক

সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকো কোম্পানির একটি তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও তেলখনিতে ড্রোন হামলার জেরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ব সংবাদামাধ্যম সৌদি প্রেস এজেন্সি এসব তথ্য জানিয়েছে। 

দুবাই ভিত্তিক আল-আরাবিয়া টিভি চ্যানেলের বরাত দিয়ে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা অন্তর্জালে ছড়িয়ে পড়েছে অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ভিডিও। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, আরামকোর তেল স্থাপনা ও খুরাইস তেলক্ষেত্র থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠছে। পাশাপাশি একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামের অদূরে বাকিয়াক এলাকায় তেল স্থাপনাটি অবস্থিত।

সংযুক্ত আরব আমিরাতের আল-আরাবিয়া টিভি চ্যানেল অগ্নিকাণ্ডের খবর জানিয়ে বলেছে, স্থানীয় সংবাদদাতার মাধ্যমে তারা এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। তারা জানতে পেরেছে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

এই তেল স্থাপনায় ২০০৬ সালে জঙ্গি হামলার চেষ্টা করা হয়েছিল। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে স্থাপনাটিতে হামলার চেষ্টা চালায় আল কায়েদা জঙ্গিগোষ্ঠি।

Advertisement