Beta

সোনার দাম বেশি, ক্রেতা নেই তাই নেচে সময় পার (ভিডিওসহ)

১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

অনলাইন ডেস্ক

সোনার দাম কখনো বাড়ে। আবার কখনো কমে। সোনার দাম কম থাকলে মানুষ সোনা কিনতে বেশি আগ্রহী হন। আর যদি সোনার দাম বাড়তে থাকলে সোনার দোকানগুলো মাছি তারায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে সোনার দোকানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ভারতের আসাম রাজ্যের একটি সোনার দোকানের। কিন্তু কি আছে সেই ভিডিওতে আর কেনই এটি ভাইরাল হয়েছে?

সংবাদমাধ্যম নিউজ ১৮ জানায়, সোনার দাম বেশি থাকায় দোকানে নেই কোনো ক্রেতা। তাই গান চালিয়ে কর্মীরা শুরু করলেন নাচ। দোকানের ম্যানেজার থেকে সেলস গার্ল সকলেই পায়ে পা মিলিয়ে নাচতে শুরু করলেন ওই গানে।

এর পর এই ভিডিও নিজেদের মোবাইলে তুলে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন দোকানেরই এক কর্মী। মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিও। যদিও নেটিজেনরা এই নাচকে ভাল চোখেই দেখছেন।

অনেকেই লিখেছেন, ‘কাজের একঘেয়েমি কাটাতে এই পন্থা বেশ ভাল।’

Advertisement