Beta

খাওয়া নিয়ে সিংহদের ঝগড়া, সুযোগে পালাল মহিষ!

০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

অনলাইন ডেস্ক

বিজ্ঞরা প্রায়ই বিজয়ী হওয়ার আগেই উৎসব না করতে আহ্বান জানান। এর বদলে বিজয়কে শতভাগ নিশ্চিত করতে কাজ করে যাওয়ার আহ্বান জানান। নয়তো তীরে এসে ডুবতে পারে তরী।

কিন্তু আনন্দের আতিশয্যে প্রায়ই গুরুজনদের সেই অমিয় উপদেশ ভুলে যাই আমরা। ফলে প্রায় নিশ্চিত বিজয় চলে যায় প্রতিপক্ষের ঘরে। একই ব্যাপার ঘটে প্রাণীদের বেলায়ও।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, একটি মহিষকে পরাস্ত করে একদল সিংহ। মহিষকে যখন খাওয়ার আয়োজন করার কথা, ঠিক তখনই নিজেদের মধ্যে ঝগড়ায় জড়ায় সিংহরা। সাধের প্রাণ বাঁচানোর সুযোগ কি হেলায় হারানো যায়? তাই ধীরে ধীরে উঠে দাঁড়ায় ওই মহিষ। এরপর হেঁটে চলে যেতে থাকে সিংহগুলোর আওতার বাইরে।

মজার ব্যাপার হচ্ছে, সিংহগুলো নিজেদের মধ্যে মারামারি নিয়ে এতই ব্যস্ত ছিল যে মহিষের চলে যাওয়ার কিছুই খেয়াল করেনি।

শিক্ষণীয় ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন এক ব্যক্তি। নিমেষেই ভাইরাল হওয়া ভিডিওটি এরই মধ্যে পেয়েছে হাজারো লাইক। প্রতিক্রিয়া জানাতেও ভোলেননি নেটিজেনরা। একজন লেখেন, ‘ওই মহিষ বেঁচে থাকার জন্য আরেকটি দিন পেল।’ আরেকজন লেখেন, ‘আজকে দেখা সবচেয়ে মজার ভিডিও।’

ছোট্ট ঘটনাও অনেক সময় জীবনের বড় শিক্ষার উপকরণ হয়ে দাঁড়ায়। শিকার হাতছাড়া হওয়ার পরে সিংহগুলোও হয়তো বা সেটা অনুধাবন করবে।
 

Advertisement