Beta

‘৫০০ টাকা বেশি দেব ভাই, প্লিজ আমাকে নামা...’ ভিডিওসহ

২৮ আগস্ট ২০১৯, ২২:০২

অনলাইন ডেস্ক

প্যারাগ্লাইডিং করাটা অনেক সাহসীদের কাজ। এতটা ‘ডেয়ার ডেভিল’ হওয়া হয়তো সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু যাতে যার ভয়, সেটা না করাই ভালো। সম্প্রতি প্যারাগ্লাইডিং করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। যা ইন্টারনেটে হাসির খোরাক জুগিয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্যারাগ্লাইডিং করতে গিয়ে একেবারে ভয় কুঁকড়ে রয়েছেন। ভিডিওটি দেখে সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। সোশ্যাল মিডিয়ায ভরে গেছে বিভিন্ন মজার ‘মিম’-এ।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশ করা সেই ভিডিওতে দেখা যায়, মানালিতে ইনস্ট্রাকটরের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে উঠেছেন উত্তর প্রদেশের বিপিন সাহু। আকাশে ওড়ার পর থেকেই ভয় কুঁকড়ে যান তিনি। একসময় তো ইনস্ট্রাকটকরকে গালিগালাজও করতে থাকেন।

ইনস্ট্রাকটকরকে গালিগালাজের পাশাপাশি অনুরোধও করেন তাকে যেভাবেই হোক মাটিতে নামিয়ে দিতে। একপর্যায়ে ইনস্ট্রাকটকরকে অতিরিক্ত টাকা দেওয়ারও প্রস্তাব দেন তিনি।

তখন বিপিন বলেন, ‘৫০০ টাকা বেশি দেব ভাই, আমাকে প্লিজ ঠিকঠাক ল্যান্ড করিয়ে দাও।’

বিপিনের এমন ভিতু আচরণ দেখে হাসি থামাতে পারছে না নেটিজেনরা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মজা করছে সবাই।

Advertisement