Beta

পার্সেল খুলতেই বেরোল জ্যান্ত বিষধর সাপ!

২৬ আগস্ট ২০১৯, ১৪:২৩

কলকাতা সংবাদদাতা

কুরিয়ারের পার্সেল খুলতেই বেরিয়ে এলো জলজ্যান্ত সাপ! তাও যেনতেন সাপ নয়, একেবারে কেউটে। যা দেখে চক্ষু চড়কগাছ কুরিয়ার গ্রহীতার। ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায়।

ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা এস মুথুকুমারন। তিনি মূলত অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়ওয়াড়ার বাসিন্দা হলেও বর্তমানে কর্মসূত্রে থাকেন ময়ূরভঞ্জ জেলায়। সম্প্রতি সে ঠিকানাতেই তাঁর কাছে আসে একটি পার্সেল। তিনি পার্সেল নিয়ে সোজা ঘরে ঢুকে যান। তারপর পার্সেলের বাক্স খুলতেই দেখতে পান ভেতরে নড়াচড়া করছে জ্যান্ত একটি কেউটে সাপ, যা দেখে হতভম্ব হয়ে যান তিনি। তড়িঘড়ি করে কেউটেসহ পার্সেলটির মুখ বন্ধ করে খবর দেন স্থানীয় বনকর্মীদের। এরপর বনকর্মীরা এসে পার্সেলের বাক্স থেকে উদ্ধার করেন কেউটে সাপটিকে।

জানা যায়, গত ৯ আগস্ট অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে ওডিশার উদ্দেশে পাঠানো হয় পার্সেলটি। ওই পার্সেলের মধ্যে ছিল বাড়িতে ব্যবহারের জন্য কিছু বাসনপত্র। সে বাসপনপত্রের মধ্যেই লুকিয়ে ছিল জ্যান্ত কেউটে। পরে বন বিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করে স্থানীয় জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন।  

Advertisement