Beta

লেখাপড়াকে আকর্ষণীয় করতে শিক্ষকের অভিনব কৌশল (ভিডিওসহ)

২৫ আগস্ট ২০১৯, ২২:২০

অনলাইন ডেস্ক

‘তেরে জমিন পর’ সিনেমায় গানের মাধ্যমে আমির খানের শিক্ষক চরিত্রের এন্ট্রি হয়েছিল। কিন্তু এবার এই দৃশ্যই যেন সত্যি হয়ে উঠেছে। পড়াশোনাকে একটু মজার করে তুলতে অনেক চেষ্টাই আমরা করি। সেই রকমই এক অভিনব প্রচেষ্টার জেরেই এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার প্রশংসা কুড়িয়েছেন এক শিক্ষক।

সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, ওই শিক্ষক ভারতের কোরাপুটের লামতাপুর উচ্চ-প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার পাথি। সম্প্রতি তাঁর ক্লাস নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নাচের মাধ্যমে পড়াশোনাকে আরো আকর্ষণীয় করে তুলেছেন এই শিক্ষক। বাচ্চারা হাসি ও মজার মধ্য দিয়ে শিখছে প্রতিদিনের পড়াশোনা।

ওই এলাকায় বেশিরভাগ শিক্ষার্থীই বিদ্যালয়ে আসতে চায় না। সেই অবস্থার পরিবর্তন আনতেই পড়াশোনাকে আরো মজার ও আনন্দময় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই শিক্ষক।

ইতিহাস, ইংরেজিসহ নানা বিষয় পড়ানোর সময় প্রত্যেকটি অধ্যায় মজার গান ও নাচের মাধ্যমেই পড়ান এই শিক্ষক। নিজেই লেখেন সেই সব গান এবং ঠিক করেন নৃত্য।

Advertisement