Beta

খেলা চলাকালে মাঠে ভয়াবহ বজ্রপাত (ভিডিওসহ)

২৫ আগস্ট ২০১৯, ১৪:৪২

অনলাইন ডেস্ক

আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী ও দেশটির সর্বাধিক জনবহুল শহর আটলান্টায় একটি খেলার মাঠে বজ্রপাতের ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আটলান্টার ইস্ট লেক গলফ মাঠে পিজিএ ট্যুর চ্যাম্পিয়নশিপ খেলা চলাকালে এই ভয়াবহ বজ্রপাতের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, পিজিএ ট্যুর চ্যাম্পিয়নশিপ গলফ খেলা চলাকালে মাঠে গাছের ওপর পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় খেলা দেখতে আসা ছয় দর্শক আহত হন।

এদিকে পিজিএ ট্যুর চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ছয়জনকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয়।

এই বজ্রপাতের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হতেই ভিডিওটি ভাইরাল হয়। অনেকে ভিডিওটি নিজেদের টুইটারে শেয়ার করে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেন।

Advertisement