Beta

বাসা বাঁধার আর জায়গা পেলো না মৌমাছি! (ভিডিওসহ)

২৩ আগস্ট ২০১৯, ২০:০৪ | আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ২০:৩০

অনলাইন ডেস্ক

মৌমাছি সাধারণ গাছে বাসা বাঁধে কিংবা চাক বানায়। অনেক সময় বাড়ির পরিত্যক্ত কোণেও বাসা বাঁধতে দেখা যায়। কিন্তু প্যান্টের পিছনে মৌমাছি চাক বানিয়েছে এমন দৃশ্য হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। তাও আবার প্যান্টে পরিহিত অবস্থায়।

আজব হলেও ঘটনা সত্ত। ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর তাঁর টুইটে এমনই একটি ঘটনার ভিডিও শেয়ার করেছেন। গত বুধবার অদ্ভুত সেই ঘটনার ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি।

ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির প্যান্টের পিছনে চাক বেঁধে রয়েছে মৌমাছি। সেই মৌমাছির চাক সমেত দাঁড়িয়ে আছেন তিনি। তার আশেপাশে থাকা লোকজন ছবি তুলতে ব্যস্ত।

কিরেন রিজিজু জানান, ভিডিওটি ভারতের নাগাল্যান্ড রাজ্যের। ভিডিওটি পোস্ট হওয়ার পরই তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। সবাই বিষয়টি নিয়ে নানারকম মন্তব্য করেন। অনেকে আবার হাসি-তামাশা করতেও ছাড়েননি।

Advertisement