Beta

তরমুজখোর দানব কুমিরের ভিডিও ভাইরাল

১৯ আগস্ট ২০১৯, ১৯:০৯

অনলাইন ডেস্ক

যেমন বিশাল চোয়াল, তেমনি বড় হাঁ। আর সেই চোয়ালের সামনে একটা তরমুজ খুবই নগণ্য। এক কামড়েই তরমুজটিকে সাবাড় করে দিল এক দানব কুমির। ফ্লোরিডার সেই কুমিরটির নাম বম্বার।

ঘটনার ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছে সেন্ট অগাস্টিন অ্যালিগেটর ফার্ম জুয়োলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ। বলা হচ্ছে এটিই নাকি অগাস্টিন পার্কের সবচেয়ে বড় কুমির। ভিডিওটি শেয়ার করার পর তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্লো মোশনের ধারণ করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ডাঙা থেকে এক লোক একটি তরমুজ ছুড়ে দিচ্ছে কুমিরটির মুখে। আর মুখে নেওয়া মাত্রই এক নিমিষে তরমুজটি খেয়ে নেয় বম্বার।

অগাস্টিন পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য পশুদের থেকে এমনিতেই কুমিরের চোয়াল বেশি মজবুত। আর এই দানবীয় কুমিরের কাছে তো এই তরমুজ নগণ্য।

সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হতেই ভিডিওটি ১৯ হাজার লাইক আর কমেন্ট পেয়েছে।

Advertisement