Beta

কাশ্মীরে নেমেই আটক সীতারাম ইয়েচুরি

০৯ আগস্ট ২০১৯, ১৫:৩৮

অনলাইন ডেস্ক

জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে আটক করা হয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। কাশ্মীর উপত্যকায় অচলাবস্থার মধ্যে আজ শুক্রবার শেখ উল-আলম আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সিপিআই (এম)-এর এ নেতাকে আটক করা হয় বলে দলটির পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিএম টুইটে জানায়, ‘সীতারাম ইয়েচুরিকে শ্রীনগর বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। তাঁকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। আগেই কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, বাতিল হওয়া বিধানসভায় সিপিআইএমের বিধায়ক অসুস্থ এমওয়াই তারিগামি ও দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে জম্মু-কাশ্মীরে যাচ্ছেন সীতারাম ইয়েচুরি। তারপরও তাঁকে আটক করা হলো। আমরা এই অবৈধ আটকের তীব্র প্রতিবাদ জানাই।’

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগরে যাওয়ার বিষয়টি জানিয়ে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে আগেই চিঠি দিয়েছিলেন ইয়েচুরি। শ্রীনগরে সিপিআইএম বিধায়ক মোহাম্মদ ইয়ুসিদ তারিগামির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ইয়েচুরি।

Advertisement