Beta

রাস্তায় বৃষ্টির পানিতে কুমিরের ছড়াছড়ি! ভীতিকর ভিডিও ভাইরাল

০৫ আগস্ট ২০১৯, ১৪:৫৫

অনলাইন ডেস্ক

সরতে শুরু করেছে ভারতের গুজরাটের বদোদারা রাস্তার পানি। গত বুধবার তুমুল বৃষ্টিতে পানি জমেছিল। বৃষ্টির পানি জনভোগান্তি বাড়িয়েছিল বহুগুণ। পানি নামতে শুরু করার সঙ্গে সঙ্গে ছড়িয়েছে নতুন এক আতঙ্ক। রাস্তায় দেখা মিলছে একের পর এক কুমির।

রাস্তায় চলে আসা কুমিরগুলোর ভিডিও ঝড় তুলেছে অন্তর্জালে। উদ্ধারকর্মীরা কুমিরগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পানিতে বেশ বীরদর্পে চলছে কুমির।

গুজরাটের অন্য এলাকাগুলোর মতো বদোদারাতেও গত বুধবার ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে রাস্তায়ও পানি উঠে যায়। বন্যার মতো পরিস্থিতিতে এ সময় শহরবাসী কুমিরের ভয়াবহ তাণ্ডবও প্রত্যক্ষ করেন। সড়কে কুমিরগুলো যেন স্থায়ী আবাস গড়ে তুলেছে!

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় এক ব্যক্তির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কুমিরেরা পানিতে ভরপুর সড়কে ঘুরে বেড়াচ্ছে। উদ্ধারকর্মীরা অবশ্য নিরাপদে কুমিরগুলোকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকর্মীদের কুমির ধরার ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা কুমির ধরার চেষ্টার করছেন, যে কুমিরটি একটি বাড়ির গেটের সামনে পৌঁছে গেছে, যা ভয়ের ব্যাপার।

টাইমস অব ইন্ডিয়াকে উদ্ধারদলের সদস্য নিতিন প্যাটেল বলেছেন, ‘আমাদের বন কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জ অফিসার আরএফও) ওই এলাকার এক বাসিন্দার ফোন পান। এরপরই আমরা  সেখানে যাই, কুমির উদ্ধার করি।’

পত্রপত্রিকার খবর, গুজরাটে তুমুল বৃষ্টিপাত হচ্ছে। গত শনিবার বিকেলেও আরেক দফা ব্যাপক বৃষ্টিপাত হয়। রাস্তায় জমতে শুরু করে পানি। আর সেই পানিতে দেখা যায় অনেকগুলো কুমির। সূত্র : ইন্ডিয়া টুডে

Advertisement