Beta

পরীক্ষায় কম নম্বর পাওয়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি!

০৪ আগস্ট ২০১৯, ১৭:১৪

অনলাইন ডেস্ক

পরীক্ষার খাতায় কম নম্বর পাওয়ায় এক কিশোর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত দ্বাদশ শ্রেণির ছাত্র আনশুমান ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা।

সংবাদমাধ্যম গলফ নিউজ এক প্রতিবেদনে জানায়, কানপুরে বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে আনশুমান।

পরীক্ষায় খারাপ ফল করার কারণে ১৭ বছর বয়সী আনশুমানকে শনিবার তার বাবা অনেক শাসান। আর এ কারণেই ওই কিশোর এমন ভয়াবহ সিদ্ধান্ত নেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

খবরে বলা হয়, ওই দিন আনশুমান মোটরবাইকে তেল ভরার কথা বলে বাসা থেকে বের হয়। এবং সঙ্গে করে নিয়ে যায় বাবার লাইসেন্স করা পিস্তল। তার কিছুপর আনশুমানের লাশ পাওয়া যায় বাড়ির কাছে একটি গেস্টহাউসের কাছে। আর পাশেই রাখা ছিল তার বাবার ওই পিস্তলটি।

Advertisement