Beta

ছয়তলা থেকে পড়েও বেঁচে গেল শিশু (ভিডিওসহ)

৩১ জুলাই ২০১৯, ১৯:৫৪

অনলাইন ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরের একটি ভবনের ছয়তলার ব্যালকনিতে ঝুলে ছিল তিন বছরের এক শিশু। ভবনের নিচ দিয়ে চলাচলকারী লোকজন শিশুটিকে ঝুলে থাকতে দেখে চিৎকার শুরু করেন। কীভাবে শিশুটিকে বাঁচানো যায় সেই চিন্তায় সবাই জড়ো হয়। এ সময় একজন একটি কম্বল নিয়ে এসে শিশুটির নিচ বরাবর পাঁচ-ছয়জন মিলে মেলে ধরে।

তারপর শিশুটি কিছুক্ষণের মধ্যে নিচে পড়ে যায়। তবে কম্বলের ওপরে পড়ায় কোনো ধরনের ক্ষতি হয়নি তার।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, ছয়তলা থেকে পড়ে যাওয়া তিন বছরের ওই শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়েছে নিচে কম্বল নিয়ে দাঁড়িয়ে থাকা লোকজন।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি বহুতল ভবনের ছয়তলার ব্যালকনিতে ঝুলে আছে শিশুটি। সে ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পা পিছলে যাওয়ায় সম্ভব হচ্ছে না। এই দৃশ্য দেখার পর পথচারীরা চিৎকার শুরু করে। পরে বেশ কয়েকজন জড়ো হয়। এদের মধ্যে একজন একটি কম্বল নিয়ে এগিয়ে আসে।

তারপর নিচে জড়ো হওয়া সব পথচারী সেই কম্বলটি শিশুটির নিচ বরাবর ধরে এবং সেখানে পড়ে বেঁচে যায় শিশুটি।

Advertisement