Beta

মাতাল অবস্থায় পুলিশ অফিসারকে জোর করে চুমু, ভিডিও ভাইরাল

৩০ জুলাই ২০১৯, ১৮:৪০

অনলাইন ডেস্ক

মদ খেয়ে মাতাল অবস্থায় অন-ডিউটি পুলিশ অফিসারকে জোর করে চুমু খেয়ে মহাবিপদে পড়লেন এক ব্যাংক কর্মকর্তা। গত রোববার রাতে ভারতের হায়দরাবাদে ‘বোনালু উৎসবে’ এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, ২৮ বছর বয়সী ওই ব্যাংক কর্মকর্তার নাম পাউধেল ভানু। সেদিন বোনালু উৎসবের সময় মাতাল অবস্থায় অন-ডিউটি পুলিশ অফিসারকে জোর করে চুমু খান ভানু। আর এতে রেগে গিয়ে ভানুকে থাপ্পড় মারেন ওই পুলিশ কর্মকর্তা।

শুধু তাই নয়, কর্তব্যরত পুলিশকে চুমু দেওয়ায় ভারতীয় আইনের ৩৫৩ ধারায় একটি মামলাও করা হয়েছে ভানুর বিরুদ্ধে।

ঘটনাটি যখন ঘটে তখন পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন তা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, গানের তালে নেচে আনন্দ করছিলেন ভানু। আর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। তখন আচমকা তাঁকে জড়িয়ে ধরেন ভানু এবং চুমু খান। আর তখনই রেগে গিয়ে ভানুকে থাপ্পড় মারেন ওই পুলিশ অফিসার।

Advertisement