টুইটারে নারী, ভাসাচ্ছেন শাড়ি!

Looks like you've blocked notifications!
টুইটারে চলছে শাড়িপরা ছবি পোস্টের হিড়িক। ছবি : টুইটার

মাইক্রো-ব্লগিং সাইট টুইটার এখন ভাসছে শাড়িবন্যায়! নারীরা নিজের পছন্দের শাড়ি পরে ফ্রেমে বন্দি হচ্ছেন আর আপলোড করছেন এ মাধ্যমে। চলছে ‘হ্যাশট্যাগ শাড়ি টুইটার’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার টুইটারে হঠাৎই নজরে আসে #SareeTwitter। আর আজ মঙ্গলবার সাইটটি যেন শাড়িবন্যায় ভেসে যাচ্ছে। অগণিত নারী তাঁদের পছন্দের শাড়ি পরে ছবি শেয়ার দিচ্ছেন। কেউ কেউ আবার #SareeSwag দিয়েও ছবি পোস্ট করছেন। বিনোদন অঙ্গনের তারকা থেকে রাজনীতিকরাও এই আনন্দে গা ভাসিয়েছেন।

শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদি একটি নয়, চার-চারটি শাড়িপরা ছবি শেয়ার করেছেন টুইটারে।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী নূপুর শর্মাও ঐতিহ্যবাহী পোশাকটি পরে ছবি শেয়ার করেছেন।

অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া নাগমা শাড়ির প্রশংসা করে নিজের ছবি পোস্ট করেছেন টুইটারে। পরেছেন হলদেরঙা শাড়ি।

শুধু তারকা বা রাজনীতিকরাই নন, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন অগণিত শাড়িপ্রিয় নারী। তাঁদের কেউ কেউ ক্যাপশনে লিখেছেন, একমাত্র ফ্যাশন ট্রেন্ড শাড়ি, যা কখনো ফিকে হবে না। চিরসবুজ শাড়ি।

বাঙালি নারীর ঐতিহ্য শাড়ি। আপনিও কি শাড়িপরা ছবি টুইট করেছেন?