Beta

অ্যাপের মাধ্যমে ভিক্ষা নিচ্ছে ভিক্ষুকরা (ভিডিওসহ)

১৫ জুলাই ২০১৯, ২৩:৫১

অনলাইন ডেস্ক

পৃথিবী বদলে গেছে, আর আগের মত নেই, সব আস্তে আস্তে আধুনিক হচ্ছে। এই বাক্যগুলো হয়তো জীবনে অনেকবার শুনেছেন। তবে বিশ্বাস করেছেন কখনো? যদি বিশ্বাস না করেন তবে আপনার জন্য রয়েছে চাক্ষুষ প্রমাণ।

রাস্তায়, বাসে, ট্রেনে উপাসনালয়ের ফটকে বা অন্য কোনো স্থানে ভিক্ষুক ভিক্ষা চাইছে এমন দৃশ্য নিশ্চয়ই খুব চেনা দৃশ্য। তবে এখন থেকে এমন দৃশ্যের দেখা মিলবে না এশিয়ার জনবহুল চীনে। তবে কি আপনি ভাবছেন সেখানে ভিক্ষুক নেই?

সংবাদমাধ্যম বিজনেস টুডের এক প্রতিবেদনে জানা যায়, সে দেশের ভিক্ষুকরা নাকি আর নগদে ভিক্ষা নিচ্ছেন না। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তারাও বেছে নিয়েছেন ক্যাশলেস লেনদেনের। ভিক্ষা নিচ্ছেন পেটিএমের মতো অ্যাপের মাধ্যমে।

নতুন এই ভিক্ষার ধরন দেখে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে গোটা বিশ্বে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন কয়েকটি ছবি ও ভিডিও, যেখানে দেখা যায় প্রত্যেক ভিখারির গলায় ঝোলানো রয়েছে নির্দিষ্ট কিউআর কোডযুক্ত ব্যাজ। সেই কোড স্ক্যান করে নিজের ইচ্ছেমতো অর্থ ওই ভিখারির ই-ওয়ালেটে ট্রান্সফার করছেন ভিক্ষাদাতারা।

Advertisement